বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরের চিরিরবন্দরে খুশি আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের নশরতপুর গ্রামের বালাপাড়ার দরগাহপাড় নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে।
মৃত খুশি আক্তার (৪) চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের নশরতপুর গ্রামের বালাপাড়ার দরগাহ্রপাড় এলাকার মো. হাসিনুর রহমান ওরফে জুলাইর মেয়ে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, চিরিরবন্দরের রানীরবন্দরের নশরতপুর গ্রামের বালাপাড়ার দরগাহ্পাড় নামক স্থানে মো. হাসিনুর রহমান ওরফে জুলাইর বাড়ি সংলগ্ন একটি দোকান রয়েছে। বুধবার দিবাগত রাত ৮টার দিকে শিশু খুশি তার পিতার দোকানে থাকা ফ্রিজ নাড়াচাড়া করতে থাকে। এর একপর্যায়ে ওই ফ্রিজেই শিশু খুশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজনসহ তার পিতা শিশু খুশিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ