লালমনিরহাটে হাত-পায়ে শিকল বাঁধা বস্তাবন্দী এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার ত্রিমোহনী নদীর ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
উদ্ধার যুবকের নাম জাহিদ হোসেন। তিনি সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার এলাকার মৃত আবু বক্করের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজের উপর হাঁটতে গিয়ে নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখেন অনেকে। পরে এলাকার লোকজন পুলিশের সহায়তায় বস্তা থেকে জাহিদ হোসেনকে উদ্ধার করেন। জাহিদ জীবিত আছেন বুঝতে পেরে পুলিশ দ্রুত তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কামরুল হাসান প্রিন্স বলেন, ছেলেটির শরীরে সম্ভবত কোনো চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করা হয়েছিল। বর্তমানে ছেলেটি সুস্থ আছে। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকটিকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তাকে হত্যা করার উদ্দেশ্যে অজ্ঞান করে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়, নাকি অন্য কোনো ঘটনা আছে, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ