জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গাজীপুররের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাফারি পার্ক কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) মোল্যা রেজাউল করিম। এতে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/এএ