গাজীপুরের টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
এর মধ্যে টঙ্গী দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতির নেতৃত্বে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালর্স কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, টঙ্গী ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা মো. খালেদ সাইফুল্লাহ সেলিম, আব্দুর রশিদ ভূইয়া এবং মহানগর স্বেচ্ছা সেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও মামুন মোল্লার নেতৃতে আলোচনা সভা, কেক কাটা ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল