বর্ণিল আয়োজনে বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বটতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, হাইওয়ে পুলিশ, এলজিইডি, সড়ক বিভাগ বগুড়াসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
সকাল সাড়ে ৯ টায় শহরে র্যালী শেষে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা প্রশাসনের আলোচনা সভা ও কেক কাটা হয়। অতিরিক্ত জেলা প্রশষাসক মাসুম আলী বেগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল, বিকাল ৪ টায় ঐতিহাসিক সাতমাথায় মুজিব মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে রাত ১২ টা ১ মিনিটে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কেক কাটেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক। এসময় ১০২ টি আতশবাজী ফাটিয়ে জন্মদিনের উৎসব শুরু করে সংগঠনটি। সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বেলা ১২ টায় সারিয়াকান্দি পৌরসভার আয়োজনে আলোচনাসভা, দোয়া মাহফিল এবং কেক কাটা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং উপজেলা পারিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকাল আটটায় সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার প্রতিটি উপজেলায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন