এক যুগ পূর্তিতে দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে এ অনুষ্ঠান পালিত হয়। পরে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট ও মান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।
আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাংবাদিক সুশীল সরকার, জিএম সহিদ, এসএম শাহাদাত, বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, এসএম বাবুল, মাহাবুব আলম প্রিয়, নজরুল ইসলাম লিখন, আতাউর রহমান সানি, জাহাঙ্গীর মাহমুদ, জায়েদ খন্দকার, তুষার মিয়া, আনিছুর রহমান, সাজিদুর রহমান, রিপন মিয়া, সুজন মিয়া, শরীফ মিয়া, মনির হোসেন ও নুরু মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই