লক্ষ্মীপুরে দিনব্যাপী নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পাসপোর্ট কার্যালয়ে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী। পরে কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
এসময় জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু মো. সাইদ, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এর আগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংগঠন ও বঙ্গবন্ধু প্রেমীরা। এছাড়া লক্ষ্মীপুর সদরের টুমচরে স্বেচ্ছাসেবী সংগঠন চেঞ্জ ফর ফিউচার এর উদ্যোগে শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
এদিকে দিবসটি উপলক্ষে সদর উপজেলার উত্তর হামছাদী ইউপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জহির রায়হান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন