দিনাজপুরের বিরল সীমান্তে কাঁটাতার পেরিয়ে আসা বিলুপ্তপ্রায় ভারতীয় একটি নীলগাই সাধারণ মানুষের তাড়া খেয়ে অবশেষে মারা গেছে। রাতেই নীলগাইটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়েছে। বুধবার বিরল উপজেলার ধর্মপুর ইউপি’র কামদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বুধবার ১০টার দিকে বিরলের ধর্মপুর ইউপি’র কামদেবপুর সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া পেরিয়ে একটি নীলগাই বাংলাদেশের অভ্যন্তরে শালবনে প্রবেশ করে। এসময় স্থানীয়রা দীর্ঘ সময় ধরে ধানক্ষেত ও বন এলাকায় নীলগাইটিতে ধরার জন্য ধাওয়া করে। একপর্যায়ে নীলগাই ক্লান্ত হয়ে পড়লে বিকেল ৪টার দিকে লোকজন নীলগাইটিকে বেঁধে ফেলে। সীমান্ত এলাকায় ধরা পড়ায় নীলগাইটিকে বাধা অবস্থায় ধর্মপুর বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর মারা যায় নীলগাইটি।
বন বিভাগের ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসীন আলী জানান, বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে একটি নীলগাই দেখতে পাওয়ার পর স্থানীয় জনগণ সেটিকে ধরার জন্য ধাওয়া করে। বন বিভাগের পক্ষ থেকে নীলগাইটিকে ধাওয়া করতে নিষেধ করা হলেও উৎসুক জনতা তাতে কর্ণপাত করেননি। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর বিকেল ৪টার দিকে স্থানীয় জনগণ ক্লান্ত নীলগাইটিকে ধরে ফেলেন। এ সময় অসুস্থ হয়ে পড়ে নীলগাইটি। এরপর তারা নীলগাইটিকে বিজিবির স্থানীয় ধর্মজইন বিওপিতে নিয়ে যান। সেখানে আধাঘণ্টার মধ্যেই নীলগাইটি মারা যায়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বিপুলসংখ্যক মানুষের সংস্পর্শে প্রাণীটি হার্ট অ্যাটাকে মারা গেছে। পরে বিরল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিউল ইসলাম ময়নাতদন্ত ও মৃত্যুর সনদ দেওয়ার পর রাতেই বনবিভাগ ও প্রাণী সম্পদ কর্মকর্তারা নীলগাইটিকে ধর্মজইন বিওপির পাশে মাটিচাপা দেওয়া দেয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া গ্রামে দেখা মেলে সীমান্ত পেরিয়ে আসা একটি স্ত্রী নীলগাইয়ের। সেটিকে রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। পরে ২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলার জোতবাজারে একটি পুরুষ নীলগাই উদ্ধারের পর বংশবিস্তারের আশায় রামসাগর জাতীয় উদ্যানে স্ত্রী নীলগাইয়ের সঙ্গে রাখা হয়। সঙ্গী পাওয়ার পর ওই বছরের ১৬ মার্চ বিকেলে রামসাগরের কৃত্রিম বনে দৌড়াদৌড়ি সময় নেটের ভেতর আটকে মারা যায় একমাত্র স্ত্রী নীলগাইটি।
ওই বছরের ১৭ এপ্রিল নওগাঁর পত্নীতলা উপজেলার নিমইল ইউনিয়নের কালুপাড়া সীমান্তে আরও একটি নীলগাই উদ্ধার হয়। পরে সেটিকেও রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। প্রায় এক মাস পর ১৯ মে রামসাগরে রাখা দুটি পুরুষ নীলগাইয়ের মধ্যে নওগাঁ থেকে উদ্ধার হওয়া নীলগাইটি মারা যায়। পরে ২০২০ সালের ১৯ আগস্ট রামসাগর জাতীয় উদ্যানে থাকা একমাত্র নীলগাইটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই