লক্ষ্মীপুরে পারিবারিক কার্ডের মাধ্যমে ৯ হাজার নিন্ম আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। আসন্ন রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিসিবি এ উদ্যোগ নিয়েছে।
আজ রবিবার সকালে পৌর মেয়রের বাসভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।
পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, প্রেসক্লাব সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সমাজসেবা কর্মকর্তা মাহবুবর রহমান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে কার্ডধারী প্রত্যেক সুবিধাভোগীদের মাঝে এসব পণ্য দেয়া হয়েছে। একই সাথে রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জেও এসব টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর