ঢাকা বিভাগে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ও বনগাঁও ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।
ঢাকা বিভাগে এবার ২৫ লাখ ৮২ হাজার নিম্ন আয়ের লোকজন কম মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে তেল, মসুর ডাল ও চিনি।
এ সময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/আবু জাফর