রমজান মাসকে সামনে রেখে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যশোরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে যশোর উপশহর বি-ব্লক বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এ সময় জেলা প্রশাসক জানান, যশোরের ৮ উপজেলার সব ইউনিয়ন ও বাঘারপাড়া পৌরসভায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে রবিবার ৩৮ হাজার পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করা হয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে জেলার এক লাখ ৩৭ হাজার ৪৩৯ পরিবারকে একইভাবে টিসিবির পণ্য দেওয়া হবে। রমজান মাসে ভর্তুকি মূল্যে আরও একবার টিসিবির পণ্য পাবেন ফ্যামিলি কার্ডধারীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর