নড়াইল-কালিয়া সড়কের সদর উপজেলার রামসিদ্ধি বাসস্ট্যান্ডে রবিবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় তামিম হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত তামিম বাঁশগ্রামের ফরহাদ মোল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু তামিম সকাল সাড়ে ৭টার দিকে তার দাদার সঙ্গে ঘুরতে বের হয়ে রামসিদ্ধি বাসস্ট্যান্ডে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
স্থানীয় লোকজন তামিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে এনে ভর্তি করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে তামিমের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ফারজানা