খাগড়াছড়িতে শুরু হয়েছে টিসিবির বিশেষ ট্রাকসেল কার্যক্রম। রবিবার সকাল থেকে জেলার নয় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে এ কার্যক্রম। সংশ্লিষ্টরা জানান, সরকারের বিশেষ এ কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষে পর্যবেক্ষণ করা হচ্ছে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত বলেন, প্রথম পর্যায়ে ৩১ শে মার্চ পর্যন্ত ১৩ জন ডিলারের মাধ্যমে ৮২ হাজার ৬ শ ৭০ জনকে এ সুবিধার আওতায় আনা হবে। প্রতি উপজেলায় ২ হাজার ৫শ জন সুবিধাভোগী এ কার্যক্রমের সুবিধা পাবেন।
বিডি প্রতিদিন/এএ