নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে জিল্লুর রহমানের ১ একর ৪৯ শতাংশ জমিতে রোপনকৃত প্রায় এক হাজার আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ধনঞ্জয় নগর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে রবিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা আছে, ওই এলাকার পিতা মৃত গিয়াস উদ্দিনের ছেলে জিল্লুর রহমান উপজেলার আগ্রাদ্বিগুন বাজারের একজন সফল কীটনাশক ব্যবসায়ী। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি একই ইউনিয়নের মাহমুদ নামক এলাকার পিতা মৃত তমিজ উদ্দীন মন্ডলের ছেলে আব্দুর রশীদের থেকে তিন দাগে ১১ বছরের দেড় একর জমি লিজ নেন। জমিতে তিনি ২ মাস পূর্বে বারী-৪ জাতের এক হাজার আমগাছ রোপণ করেন। এর মধ্যে শনিবার রাতে দুর্বৃত্তরা সকল গাছ কেটে ফেলেন। জিল্লুর রহমান জানান, আমি বাগান লিজ নিয়েছি ১১ বছরের জন্য। আমি জানি ওই লিজকৃত জমির সাথে মালিকপক্ষের কোন ঝামেলা নেই। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এএম