একতলা বিশিষ্ট আলিশান বাড়ি। গ্রামের মানুষ জানত 'স্মাগলার' বাছিরের বাড়ি। তবে জানতো না পুলিশ! ওই বাড়িতে অভিযান চালিয়ে টয়লেটের কমোড থেকে ২২৭৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক করা হয় বাছির মিয়ার ছেলে সুমন মিয়া (২৬) ও তার সহযোগী মো. সায়েমকে (২২)।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে নয়ামুড়া গ্রামে শনিবার দুপুর থেকে বিকেল নাগাদ ওই বাড়িটিতে অভিযান চালায় আখাউড়া থানা পুলিশ। অভিযানের সময় বাছির মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। ছয়টি মাদক মামলার আসামি বাছির মিয়া বর্তমানে জামিনে আছেন। বাবার সূত্র ধরেই ছেলে এখন মাদক ব্যবসায় জড়িত। তবে বাছিরের ছেলে সুমন এই প্রথমবারের মতো পুলিশের হাতে গ্রেফতার হলো।
আখাউড়া থানা পুলিশ জানায়, ইয়াবার একটি বড় চালান ভারত থেকে সীমান্ত পেরিয়ে ঢুকেছে বলে খবর আসে। মনিয়ন্দ ইউনিয়নের নয়ামুড়া গ্রামের একটি বাড়িতে ঢুকে বিকেলের মধ্যেই ইয়াবার এ চালান ছড়িয়ে পড়বে বিভিন্ন এলাকায়। উদ্ধার অভিযান চালাতে নয়ামুড়ার দিকে ছুটে যায় পুলিশের দু'টি দল। পুলিশ জানতে পারছিল না ঠিক কোন বাড়িতে মাদকের চালান ঢুকবে। এ অবস্থায় নয়ামুড়া গ্রামের চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ির বাড়ি গোপন নজরদারিতে নিয়ে আসা হয়। বেলা পৌণে দুইটার দিকে দুই যুবককে বাছির মিয়ার বাড়িতে ঢুকতে দেখে পুলিশও ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহন করে নিয়ে আসা বাছিরের ছেলে সুমন এগুলো টয়লেটের কমোডে ফেলে দেয়। এ সময় আটক সুমন ইয়াবা ফেলার কথা স্বীকার করলে পুলিশ উদ্ধার করে। আটক করা হয় সুমনের সহযোগী সায়েমকে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মাদক নির্মূলে অভিযন জোরদার করা হয়েছে। অভিযান চালানো বাছির মিয়া চিহ্নিত মাদককারবারি।
বিডি প্রতিদিন/হিমেল