রাঙামাটিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় শহরের আসামবস্তী এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছমা বিনতে আমিন উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, রমজান মাস সামনে রেখে রাঙামাটি জেলার ১০টি উপজেলা (সদর, কাপ্তাই, কাউখালী, বিলাইছড়ি, রাজস্থলী, বরকল, লংগদু, নানিয়ারচর, জুরাছড়ি, ও বাঘাইছড়ি) টিসিবির পণ্যসামগ্রী সরবরাহ শুরু হয়েছে। পার্বত্য অঞ্চলে দুই ধাপে এক লাখ ৭৪ হাজার ৬৮০টি পরিবারকে টিসিবির পণ্য প্রদান করা হবে।
জেলা প্রশাসক জানান, শৃঙ্খলা আনতে স্থানীয়দের জন্য ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে। কার্ডধারী পরিবার ছাড়া এ পণ্য অন্য কেউ সংগ্রহ করতে পারবে না। একটি পরিবার একটি করে টিসিবির পণ্যের প্যাকেজ ক্রয় করতে পারবে। প্রতি প্যাকেজে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি ডাল ২ কেজি ছোলা দেওয়া হবে। আর এসব পণ্য একসঙ্গে পাওয়া যাবে মাত্র ৪৬০ টাকায়। দুর্গম উপজেলাগুলোতেও টিসিবির পণ্য নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি পৌরবাসীর ঘরে ঘরে টিসিবির পণ্য নিশ্চিত করতে সব ধরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতিটি পরিবারকে টিসিবির পণ্যের আওতায় বিশেষ করে দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের আনা হয়েছে। রমজান মাস সামনে রেখে এ পণ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল