স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফেনীতে র্যালি ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে রবিবার দুপুর ৩টায় ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পিকআপ ও ট্রাকের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালিটি শহর প্রদক্ষিণের সময় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের রঙ বে রঙের পতাকা ও বাংলাদেশের পতাকা নিয়ে র্যালিকে বরণ করে নেয়। র্যালিতে আগতদের গাড়ি বহরে ছোঁড়া হয় ফুলের পাপড়ি।
র্যালিতে অংশ নেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন