লালমনিরহাটে শ্রমিকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইক্রোবাস, বাস ও মিনিবাস শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক আহত হয়েছেন।
রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানজট স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন