সিরাজগঞ্জের তাড়াশে ২নং বারুহাস ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাবেক ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেনের কাছে দায়িত্বগ্রহন করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ময়নুল হকসহ ৯ ইউপি সদস্য ও ৩ সংরক্ষিত নারী ইউপি সদস্যগণ। এর আগে ইউনিয়ন পরিষদের সামনে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগন।
অনুষ্ঠানে তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খাঁন, উপজেলা মৎস্য অফিসার মসগুল আজাদ, ইউপি সচিব হেলাল উদ্দিন, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ