সাতক্ষীরা জেলাব্যাপী স্বল্প আয়ের কার্ডধারি মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে।
রবিবার সকালে সাতক্ষীরা সরকারি স্কুল মাঠে এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা প্রশাসানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ও জেলা প্রশাসনের তত্বাবধানে সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় ৪৬ জন ডিলার মাধ্যমে ৭৩ হাজার ৭৯৭ জন স্বল্প আয়ের কার্ডধারি মানুষের মাঝে প্রথম দফায় টিসিবি পণ্য দেয়া শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন