পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক পদে জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সম্রাট পুনরায় নির্বাচিত হয়েছেন।
রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সমোঝোতার মধ্য দিয়ে তাদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। পঞ্চগড় চিনিকল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন