জাহাজ থেকে পাচার হওয়া চার হাজার লিটার চোরাই ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২০ মার্চ) ভোরে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন খুলনার কয়রা উপজেলার মো. আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার ও নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মৃত আব্দুল হান্নানের ছেলে মো. নুর আলম।
কোস্টগার্ডের মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান রবিবার দুপুরে এক প্রেস বার্তায় এ তথ্য জানান। এদিকে জব্দকৃত ৪০০০ লিটার ডিজেল ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল