সুইড বাংলাদেশ জামালপুর শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের সভাকক্ষে সুইড জামালপুরের সহ-সভাপতি ড. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সুইড জামালপুরের আজীবন সদস্য জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এ ছাড়াও সুইড জামালপুরের কার্যনির্বাহী কমিটির সদস্য জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, আজীবন সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুইড জামালপুরের নির্বাহী সচিব অজয় কুমার পাল।
এ সময় বক্তারা বুদ্ধি প্রতিবন্ধীদের বোঝা হিসেবে মনে না করে, সমাজের মূল স্রোতধারায় তুলে আনতে সবার সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল