ট্যুরিস্ট সেবা বাড়াতে দিনাজপুরের ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এসময় মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্রফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি-এ চারটি শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে মুগ্ধ হন মোহাম্মদ আলী মিয়া।
আজ দুপুরে জেলার কাহারোল উপজেলায় অবস্থিত কান্তজীউ মন্দিরে যান এবং মন্দিরের চারিদিক ঘুরে দেখেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত আইজিপি।
পরে তিনি কান্তজিউ মন্দিরের দেবোত্তর সম্পত্তি হতে ট্যুরিস্ট পুলিশের অফিস স্থাপনের বিষয় নিয়ে আলোচনা এবং স্থানীয় এমপি ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর ট্যুরিস্ট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিৎহ, ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক ডিসি রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ