ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক সেবনের দায়ে মাদক ব্যবসায়ী মো. মামুন ভূঞা (২৫) নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী পূর্বপাড়া এলাকায় থানা পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী মো. মামুন ভুঁইয়া (২৫) আটক করা হয়। সে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী পূর্বপাড়া গ্রাােমের মোঃ ফালান ভুঁইয়া ছেলে।
নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. এইচ. এরফান উদ্দিন আহমেদ।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম