নোয়াখালীর সুবর্ণচরে খেলতে গিয়ে পানিতে পড়ে মো. রোমানা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার চরজুবিলী ইউনিয়নে পাংকার বাজারে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলাধুলার এক পর্যায়ে দিঘির পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে দীঘি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় পাংকার বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম