বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
রবিবার সকাল ১১টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে এসব আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে যোগদানের পূর্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন করেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জমান রাজু, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী মতিউর রহমান মতি প্রমূখ।
অত্র প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল বিভাগের চিফ ইনস্ট্রাক্টর মো. সাদিকুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আরমান হোসেন, সিভিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঋত্বিক ইসলাম, কম্পিউটার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. শাপলা আক্তার প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল