কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মো. রবিউল ইসলাম (১৫) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি অটোরিক্সাও জব্দ করা হয়।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার মাদক পাচারের সংবাদ পেয়ে বিশেষ টহলদল মোটরসাইকেলযোগে এগারগুনিয়া নামক স্থানে গমন করে। কিছুক্ষণ পর একটি অটোরিক্সা আটক করা হয়। অটোরিক্সাটি তল্লাশি করে একটি বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা থেকে এক কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পাচারের ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বহন ও পাচারের দায়ে আটককৃত ১ জন ও ২ জন পলাতক আসামীদের বিরুদ্ধে অটোরিক্সাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম