আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দেশের তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের প্রায় ১ কোটি পরিবারের মধ্যে টিসিবি’র পণ্যসামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্যে নোয়াখালীর ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় টিসিবি'র পণ্য বিতরণ শুরু হয়েছে। জেলায় মোট ১ লাখ ৬৯ হাজার ৩২৫ জন পাবেন টিসিবি সুবিধা।
রবিবার একযোগে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সমাজকর্মীদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ১ লাখ ৬৯ হাজার ৩২৫ জন উপকারভোগী পরিবার নির্ধারণ করা হয়েছে । কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে । ইতোমধ্যে সকল উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/এএম