নাটোরের নলডাঙ্গায় নবম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক বখাটের ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে ঠাকুর লক্ষীকোল গ্রামের বদরউদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম অপু। এ ঘটনা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপু আগেও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেছে- এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকুময় সরকার।
বিডি প্রতিদিন/এএম