কুয়েত যাওয়া হলো না হাতেম আলীর। গত একমাস আগে ছুটিতে কুয়েত থেকে দেশে আসেন তিনি। পরে পুনরায় কুয়েত যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু একটি লঞ্চ দুর্ঘটনায় কেরে নিলো তার প্রাণ।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলকায় মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনায় মারা যান হাতেম। নিখোঁজ হবার দুই ঘণ্টা আগে তার স্ত্রীর সাথে কথা হয়েছিলো। পরে মুন্সীগঞ্জেরর নিজবাড়ী যোগেনীঘটে আসার জন্য এম এল আশরাফ উদ্দিন নামের লঞ্চে যাত্রী হয়ে মুন্সীগঞ্জ আসছিলেন। পথিমধ্যে কার্গোর ধাক্কায় লঞ্চ তলীয় গেলে হাতেমও নিখোঁজ হয় বলে স্বজনরা জানায়।
পরিবার সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী হাতেম আজ ডায়বেটিকস পরীক্ষার জন্য সকালে ঢাকার বারডেমে হাসপাতালে গিয়েছিলেন। এক ছেলে এক মেয়ের জনক হাতেম এক মাস আগে কুয়েত থেকে দেশে আসে বলে জানান তারা। একমাত্র উপার্জন ক্ষম মানুষটিকে হারিয়ে শোকের মাতম চলছে তার পরিবারে।
বিডি প্রতিদিন/হিমেল