ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে প্রতিবন্ধী তরুণী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে ওই মেয়ের মা বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মামলার বাদী বলেন, জন্মগতভাবেই তার মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ওর পা দুর্বল হওয়ায় হাঁটতে কষ্ট হয়। আর কথাও স্পষ্ট নয়। মেয়েটির বাবা মারা গেছেন দীর্ঘদিন হয়েছে। শনিবার মেয়েটির মা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে অন্যত্র চলে যাওয়ার সুযোগে নিয়ে প্রতিবেশী মোহাম্মদ ইসমাঈল (লাল শাহ) (৪৮) বিকেলে তার বাড়িতে এসে নিজ ঘরে তার মেয়েকে ধর্ষণ করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ জানান, মেয়ের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার সকালে আসামিকে আদালতে এবং ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম