রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মৌকুড়ি গ্রামে মো. খলিল শেখ (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার ইউনিয়নের চর-মৌকুড়ি গ্রামে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের জামাই ফরহাদ সরদার বলেন, আমার শ্বশুর চর মৌকুড়ী গ্রামে নিজ বাড়িত বসবাস করতেন। রাত সাড়ে ৭টার দিকে এশার নামাজের আযান দিলে সে বাড়ি থেকে বের হয়। এরপর স্থানীয় সাব্বির নামে এক ছেলে নিজ কলা বাগানে এক বৃদ্ধ শুয়ে আছে এমন কিছু দেখতে পায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে খলিল শেখের গলা কাটা লাশ দেখতে পায়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম