নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আজ রবিবার রাত পৌনে ১০ টায় ঘটনাস্থলে এসে পৌঁছায় জাহাজটি। এর আগে, দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনার ঘটে।
নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে এসে পৌছছানোর সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। মৃত ছয়জনের মধ্যে দু’জন নারী, দু’জন পুরুষ ও দুই শিশু রয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিক নিহত সবার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। পথে এমভি রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজটি লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।
বিডি-প্রতিদিন/শফিক