ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের আলু ক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ৮টার দিকে উপজেলার রুহিয়া ইউনিয়নের মধুপুর ধুমের হাট এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
এ ঘটনায় রুহিয়া থানার ওসি চিত্ররঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানান, ওই নারী বেশ কয়েক দিন ধরে মধুপুর ধুমেরহাট এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। রবিবার রাতে আলু ক্ষেতে নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা।
রুহিয়া থানার ওসি চিত্ররঞ্জন রায় জানান, এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পিবিআই আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন