হঠাৎ করে চৈত্র মাসের ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার পৌনে ৮টার দিকে নৌ-রুটে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনঃরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন। দীর্ঘ দুই ঘণ্টা বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে শত শত যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ৬টার দিকে হঠাৎ কুয়াশার কারণে নৌ-রুট অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে তখন থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পৌনে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যায়। তখন ফেরি চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার রাজবাড়ী প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত শত শত যাত্রীবাস ও পণ্যবাহী পরিবহন ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে।
আটকে পড়া বাসযাত্রী চৈতি বিশ্বাস বলেন, চৈত্র মাসে কুয়াশার ফেরি বন্ধ থাকাটা আশ্চর্য বিষয়। সকালে ফেরি বন্ধ হওয়ার এক ঘণ্টা পূর্বে সিরিয়ালে আটকা পড়ি। সব মিলিয়ে তিন ঘণ্টার বেশি সময় লেগে গেলো ফেরি পার হতে।
ট্রাকচালক আনোরায় হোসেন বলেন, দুই ঘণ্টা ফেরি বন্ধ হওয়ার আজ সারাদিন ভোগান্তি থাকবে। এর সাথে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা তো রয়েছেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার শিহাব উদ্দীন বলেন, কুয়াশায় কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। ঘাটে কয়েক'শ যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েছে। ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত