নেত্রকোনার দুর্গাপুরে মধ্যমবাগান এলাকায় ডিজেলের দোকানি ৬৫ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্গাপুর সার্কেল অফিসার মাহমুদা শারমিন নেলী জানান, উপজেলার মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে হেকমত আলী (৬৫) নিজ বাসার সঙ্গেই ডিজেল বিক্রি করতেন। মধ্যরাতে কে বা কারা তাকে আঘাত করে। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়। ভোররাতে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বৃদ্ধের মাথায় পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দড়ি রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধের ছেলেরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত