বগুড়ার শাজাহানপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী সপ্তাহব্যাপী মেলার উপজেলা কৃষি অফিস ও শিক্ষা অফিসে স্টলে ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের নজর কেড়েছে। এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে এ মেলা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। ১৭ মার্চ বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।
মেলার মূল উদ্দেশ্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারের উন্নয়ন কার্যক্রম, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে সরকারের উন্নয়নকাজের সঙ্গে সম্পৃক্ত করা।
সোমবার মেলার ৫ম দিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উপজেলার সকল সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের পৃথক স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন। উপজেলা কৃষি, উপজেলা আইসিটি অধিদপ্তর ও ডিজিটাল সেন্টার স্টলে প্রাথমিক সেবা ও দর্শনার্থীদের নানা তথ্য দিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, প্রথমদিন থেকেই দর্শনার্থীদের দৃষ্টি ছিল কৃষি অফিসের প্রদর্শনী স্টলের দিকে। কৃষি সেক্টরে সরকারের উন্নয়ন, অগ্রগতি ও উৎপাদন আধুনিক প্রযুক্তি কৃষি বিভাগে স্টলে প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি আগত দর্শনার্থীদের স্টল থেকেই কৃষিবিষয়ক সমস্যা সমাধানে পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান জানান, শিক্ষা অফিসের স্টল ঘুরলে যেকোনো দর্শনার্থী জ্ঞান অর্জন করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ জানান, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলার সকল সরকারি দপ্তর ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলছে।মেলায় প্রতিদিনই সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। আগামী ২৩ মার্চ পুরস্কার বিতরণের মাধ্যমে মেলাটি শেষ হবে।
বিডি প্রতিদিন/ফারজানা