বগুড়া সারিয়াকান্দিতে শ্যালো মেশিন ভেঙে বোরো ধান মেরে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত শ্যালো মেশিন চালক সুলতান সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বক্তব্য রাখেন জুয়েল সরকার, বাবলু সরকার, খলিল শেখ, শফিকুল শেখ, রুবেল শেখ, মুন্নাত প্রাং ও মিন্টু প্রাং প্রমুখ।
কৃষক মুন্নাত শেখ জানান, গত কয়েকদিন আগে আমাদের জমিতে পানি দেওয়ার মেশিন ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। পানির অভাবে এই মেশিনে থাকা ১ বিঘা জমির ধান নষ্ট হচ্ছে। আমার পরিবার এখন কীভাবে বাঁচবে।
কৃষক মিন্টু প্রাং জানান, ধান লাগানের জন্য জমিতে পানি দিয়ে কাদা করছিলাম। সেই সময় মেশিন ভেঙ্গে দিয়েছে। পানির অভাবে আর জমিতে ধান লাগানো হয়নি। আমার ৪ বিঘা জমি এখন খালি পরে আছে।
শ্যালো মেশিন চালক সুলতান সরকার বলেন, গত ৮ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা আমার শ্যালো মেশিন ভাঙচুর করে। এখন প্রায় ৭ বিঘা জমির ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের ধান আমার কাছ থেকে চাচ্ছেন। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমি যেন ন্যায় বিচার পাই।
বিডি প্রতিদিন/এমআই