নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিএম কলেজ রোড গিয়ে শেষ হয়। পরে সেখানে একই দাবিতে এক সমাবেশ করে তারা।
এসময় বক্তব্য রাখেন বিএম কলেজ শিক্ষার্থী মো. ইব্রাহিম, মো. নাজিম উদ্দিন, মো. হুমায়ুন আহমেদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বেপরোয়া গাড়ী চালানোর কারণে প্রতিনিয়ত সড়কে প্রাণ ঝড়ে পড়ছে। যে কারণে জীবন বাচাতে নিরাপদ সড়ক প্রয়োজন। এদিকে গত ১৬ মার্চ বিকেলে বিএম কলেজ গেটে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. নাদিম একটি মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন। তারা ঘাতক চালকের বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/হিমেল