ঝিনাইদহে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে তথ্য কমিশন ও জেলা প্রশাসন।
ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, ডিডিএলজি ও সদর পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম।
এছাড়া জেলা ও ৬ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করে জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক।
সভায় তথ্য অধিকার আইনের বাস্তবায়ন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে কর্মকর্তাদের করনীয় নানা বিষয় অবহিত করা হয়।
বিডি প্রতিদিন/এএম