নতুন নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। আজ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়ে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন আনসার, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বদরপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য পদে মোট ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার রয়েছে ২৯ হাজার ৪৮৪ জন, যার মধ্যে নারী ভোটার রয়েছে ১৪ হাজার ২৮৪ জন।
চেয়ারম্যান পদে ৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। মামলা জটিলতায় দীর্ঘদিন নির্বাচন বন্ধ থাকার পর আজ ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটাররা।
বিডি প্রতিদিন/হিমেল