আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সেমিনারের আয়োজন করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার সদর দপ্তরের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক রিপন দে’র পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল করিম কিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ছালেহ এলাহী কুটি, তমাল ফেরদৌস দুলাল ও মহসিন পারভেজ প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহমুদা শারমিন। সেমিনারে সাংবাদিক, পরিবেশ কর্মী ও বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল