কক্সবাজারের উখিয়ায় মাদকসেবনের দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজউদ্দিন।
সোমবার দুপুর দেড়টায় উপজেলার পাতাবাড়ি আমগাছতলা এলাকায় মাদক সেবনকালে শাহ আলমের ছেলে গিয়াস উদ্দিনকে (১৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাজউদ্দিন জানান, সোমবার উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করা হয়। এরপর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতার আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই