পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহে ছেলের কিল-ঘুষি ও লাঠির আঘাতে বৃদ্ধা মা হাফিজা খাতুন (৭০) নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই হাফিজা খাতুনের সন্তান আব্দুল মান্নান ও স্ত্রী হাজেরা খাতুন পলাতক রয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে ও ছেলের বউয়ের কিল-ঘুষিতে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ও ছেলের বউ হাফিজা খাতুনের ওপর চড়াও হয়। এসময় মা হাফিজা খাতুনকে কিল-ঘুষির ও লাঠিপেটা করে। পরে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান।
বিডি প্রতিদিন/এমআই