সাময়িক সময়ের জন্য অনলাইন থেকে অফলাইনে রেলওয়ে টিকিট বিক্রিতে প্রচণ্ড ভিড় বেড়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহকারী যাত্রীরা পড়েন দুর্ভোগে। আবার টিকিট শেষ হলে ফিরে যেতে হয়েছে অনেককে। ট্রেনগুলোর দিনাজপুরে বরাদ্দ টিকিটের পরিমান অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চলবে বলে জানান দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান।
দিনাজপুর রেলওয়ে স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রেনের টিকিটের জন্য স্বশরীরে টিকিট নেওয়ার প্রথম দিন ছিল সোমবার। টিকিট প্রত্যাশীদের অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছেন দুপুরে। আবার ফিরেও গেছেন অনেকে। তবে সঠিক দামেই টিকিট পেয়ে অনেকে কষ্টের মধ্যেও খুশি হয়েছেন। এদিকে, দিনাজপুর রেলওয়ে পুলিশ পরিদর্শক এরশাদুল হক ভূঁইয়া হ্যান্ডমাইক হাতে নিয়ে টিকিট প্রত্যাশীদের উদ্দেশে নির্দেশনা দিতে দেখা গেছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, সাময়িক সময়ের জন্য যেহেতু অনলাইন থেকে অফলাইনে ফিরতে হয়েছে। তাই আমরা নির্দেশনা মেনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাউন্টার থেকে টিকিট বিক্রি করছি। যতক্ষণ টিকিট থাকবে বিক্রি ততক্ষণ চলবে। মঙ্গলবারের অগ্রিম সকল টিকিট সোমবার দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। এখন একদিন আগের টিকিট শুধু বিক্রি করা হচ্ছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত যাত্রীদের কাউন্টার থেকে এভাবেই টিকিট সংগ্রহ করতে হবে।
তিনি আরও জানান, কাউন্টারে বুকিং সহকারীদের টিকিট বিক্রি করতেও হিমসিম খেতে হচ্ছে। দিনাজপুরে টিকিটের বরাদ্দের চেয়ে টিকিট প্রত্যাশীরা বেশী হওয়ায় এ অবস্থার সৃষ্টি।
উল্লেখ্য, গত ১৪ মার্চ কারিগরি কিছু কাজের জন্য ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী।
বিডি প্রতিদিন/হিমেল