আসন্ন রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে সরকার যে খাদ্য পণ্য দিচ্ছে গাজীপুর মহানগরীতে তা কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এজনকে গ্রেফতার ও এক ব্যবসায়ীর গুদাম থেকে টিসিবি’র পণ্য জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মো: শাহীন (৩৩)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার হায়দরাবাদ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এস আই মো: নাদির-উজ-জামান জানান, রবিবার দিবাগত রাতে জাতীয় জরুরী সেবা-৯৯৯ থেকে ফোন পেয়ে গাছা থানার বোর্ড বাজারে মেসার্স মা স্টোর এর মালিক শাহীনের ভাড়াকৃত গুদামে টিসিবি’র পণ্য অবৈধভাবে গুদামজাত অবস্থায় দেখতে পান। এসময় ওই গুদাম থেকে দুই লিটার ওজনের বোতলের ৪৬ বোতল সয়াবিন তেল, ৮৬ কেজি চিনি, ৮২ কেজি মশুর ডাল জব্ধ করা হয়।
আটক শাহীনের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম ও রফিক নামে দুই ব্যক্তি এসব পণ্য তার কাছে বিক্রি করেছেন। এজন্য তার কাছে দুই লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৩০০ টাকা করে (প্রতি লিটার ১৫০ টাকা দরে), ৬০ টাকা কেজি দরে চিনি ও ৭০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হয়েছে। আরো কয়েকজন ব্যবসায়ীর কাছেও এসব পণ্য বিক্রি করা হয়।
এ ব্যাপারে জিএমপির গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি পণ্য উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, আমরা বেশ কিছু পণ্য উদ্ধার ও সংশ্লিষ্ট একজন ব্যবসায়ীকে আটক করেছি। এ ব্যাপারে গাছা থানার এস আই মো. নাদির-উজ-জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত শাহীনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম