নওগাঁর মান্দায় ভুট্টা ক্ষেত থেকে ইউসুফ আলী (১২) নামের এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু ইউসুফ আলী উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের রেজাউল করিমের ছেলে। সোমবার দুপুরে মান্দা উপজেলার গঙ্গারামপুর গ্রামে একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবোরের দাবী গতকাল রবিবার বেলা ২.৩০ মিনিট থেকে ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। কে বা কাহারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মৃতদেহ একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে।
তিনি বলেন, শিশুটির চোখ এবং গোপন অংশে ক্ষতচিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হলে বিস্তারিত জানানো যাবে। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়ার জন্য পুলিশ ঘটনাস্থলে আছে।
বিডি প্রতিদিন/এএম