নিখোঁজের একদিন পর পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ারা সুলতানার মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট সংলগ্ন পায়রা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে নৌ-পুলিশ মৃতদেহটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নৌ-পুলিশের এসআই মামুন জানান, সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার এসআই মো. মাসুদ রানা জানান, লাশের সুরতহাল করা হয়েছে। তাতে কোনো ধরনের আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হয়তো ২৪ ঘণ্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ছোট ছেলে গত বছর মারা যাওয়ার পর থেকেই মনোয়ারা সুলতানা মানসিকভাবে বিপর্যস্ত বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এমআই