বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি দিয়ে কর্মসূচি শুরু করা হয়।
শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, উপজেলা প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। উপজেলা আওয়ামী লীগও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল